ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

পহেলা ফাল্গুন

undefined

বসন্ত এসেছে বলে...

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২০ এএম

পাতা ঝরার দিন শেষ হয়েছে। পত্রপল্লব জেগে উঠে গাছে গাছে নতুন করে সঞ্চার হয়েছে জাগরণ। পাতায় পাতায় নতুন রং লেগে পাখি, প্রজাপতি আর সৌন্দর্য পিপাসু পতঙ্গদের ডেকে বলছে, আয় আমার এখানে আয়। সেই আহবানে সাড়া দিয়ে বসন্তের পাখি ও পতঙ্গরা ভিড় করেছে গাছের পাতায় পাতায়, ফুলে ফলে। শীতের প্রকোপ শেষে নরম প্রকৃতিতে কোমল বাতাস বইতে শুরু করেছে। মনে তারুণ্যের বয়ে আনা প্রকৃতির এই বর্ণিল ও কোমল আয়োজন তরুণ প্রাণে বইতে শুরু করেছে। মেয়েরা খোপায় গাদা ফুল ও বাসন্তী রংয়ের শাড়ি আর ছেলেরা বাহারি রংয়ের পাঞ্জাবি-পাজামা কিংবা ফতুয়া পড়ে বেড়িয়ে পড়েছে; কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে আর ঠোটে এই গান গুনগুণ করে। ও হ্যাঁ, বসন্ত এসে গেছে। আজ ১ ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। এ কারণেই মনে আর প্রকৃতিতে আজ এতো আয়োজন।

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |